জন্ম আমার
লিলবর আল-বারাদী এমন দেশে জন্ম আমার, জন্ম সূত্রে মুসলমান,ইসলাম হ’ল মোদের ধর্ম, কুরআন-হাদীছ নয় সংবিধান। মুসলিম ঘরে জন্ম নিয়েও ইসলাম হ’ল অন্তরাল,শরী’আতের পরিপন্থী মেনে চলি সব বিধান। আদালতে বৃটিশ আইন অফিস পাড়ায় দুর্নীতি,সূদে ঘুষে দেশটা ভরা জনগণের দূর্গতী। খুনী,সন্ত্রাসী,যালেম যারা আইন তাদের পকেটে,ধর্ম প্রাণ মুসলিম যারা, বিনা অপরাধে জেল খাটে। ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে যারা ছাতা ধরা মুসলমান,কুরআন -হাদীছ পরিপন্থী কে’য়াছ তাদের মূল বিধান। পোস্টটি পড়া হয়েছে (বার): 2