সুবহান
আল্লাহ্ ! আজ ভোরে অভাবনীয় এক ঘটনা ঘটলো জেদ্দায় ! আল-আমীরাহ্ হুস্সা
মাসজিদে মুয়াজ্জিনের আসতে দেরী দেখে ৫৪ বছর বয়সের এক ব্যক্তি ফজরের আজান দিতে
গেলেন । আজানের শেষ লাইনটি উচ্চারণের সাথে সাথেই আল্লাহ্ তায়ালা সেই
ব্যক্তির জান কবজ করে নিলেন এবং তিনি মারা গেলেন । ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহির রাজেউন ! সেই ভাগ্যবান ব্যক্তির শেষ বাক্যটি ছিলো …… “লা
ইলাহা ইল্লাল্লাহ্” । আল্লাহ্ সুবহান আল্লাহু তায়ালাই ভালো জানেন সেই ব্যক্তির কোন নেক কাজের বদৌলতে তাকে আল্লাহ্ তায়ালা এই সম্মানীয় মৌত নসীব করেছেন !
হাদিসে আছে আমাদের যে অবস্থায় মৌত হবে আমরা ইয়াওম আল-ক্বিয়ামাহ্র দিন সেই
অবস্থায় পুনরুত্থিত হবো। অতএব এই ভদ্রলোক হাশরের ময়দানে হাজির হবেন সিয়াম
অবস্থায় আজানের সুমধুর ধ্বনির সাথে !
নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তির শেষ
কথা হবে ‘‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে । [আবু দাউদ
৩১১৬; আস-সহীহ আল-আলবানি আবু দাউদ ২৬৭৩]
The Messenger of Allaah
(peace and blessings of Allaah be upon him) said: “When Allaah wills
good for His slave, He sweetens him.” He was asked, “What is this
sweetening?” He said, “Allaah guides him to do righteous deeds before he
dies, then He takes (his soul) whilst he is in that state.” Narrated by
Ahmad, 17330; classed as saheeh by al-Albaani in al-Silsilah
al-Saheehah, 1114.
Anas ibn Maalik (may Allaah be pleased with
him) who said: The Messenger of Allaah (peace and blessings of Allaah
be upon him) said: “When Allaah wills good for His slave, He uses him.”
They said, “How does He use him?” He said, “He guides him to do good
deeds before he dies.” Narrated by Imam Ahmad, 11625; al-Tirmidhi, 2142;
classed as saheeh by al-Albaani in al-Silsilah al-Saheehah, 1334.