পিতা-মাতার প্রতি সন্তানের কর্তব্য

মুহাম্মাদ আসাদুল্লাহ
আল-গালিব
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُوا إِلاَّ إِيَّاهُ
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا
أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُلْ لَهُمَا أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا
قَوْلاً كَرِيمًا- وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا- رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي
نُفُوسِكُمْ إِنْ تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا-
(إسراء 23-25
)-
‌‌আর তোমার প্রতিপালক আদেশ করেছেন
যে
, তোমরা তাঁকে ছাড়া অন্য কারু উপাসনা করো না এবং তোমরা
পিতা-মাতার প্রতি সদাচরণ করো
তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত
হন
, তাহলে তুমি তাদের প্রতি উহ্ শব্দটিও উচ্চারণ করো না এবং
তাদেরকে ধমক দিয়ো না
তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলআর তাদের প্রতি মমতাবশে নম্রতার পক্ষপুট অবনমিত
কর এবং বল
, হে আমার প্রতিপালক! তুমি তাদের প্রতি দয়া কর
যেমন তারা আমাকে শৈশবে দয়াপরবশে লালন-পালন করেছিলেন
তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে
যা আছে তা ভালভাবেই জানেন
যদি তোমরা সৎকর্ম পরায়ণ হও, তবে তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল (ইসরা/বনু ইস্রাঈল ১৭/২৩-২৫)

উপরোক্ত আয়াতে আল্লাহ স্বীয় ইবাদতের সাথে পিতা-মাতার সেবাকে একত্রিতভাবে
বর্ণনা করেছেন
এর মাধ্যমে এটিকে
তাওহীদ বিশ্বাসের ন্যায় গুরুত্বপূর্ণ বুঝানো হয়েছে
এর কারণ সৃষ্টিকর্তা হিসাবে যেমন আল্লাহর কোন
শরীক নেই
, জন্মদাতা হিসাবে তেমনি পিতা-মাতারও কোন শরীক
নেই
আল্লাহর ইবাদত যেমন
বান্দার উপর অপরিহার্য
, পিতা-মাতার সেবাও তেমনি সন্তানের উপর অপরিহার্যযেমন অন্যত্র বলা
হয়েছে
,
أَنِ اشْكُرْ لِي
وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
অতএব তুমি আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি
কৃতজ্ঞ হও
। (মনে রেখ, তোমার) প্রত্যাবর্তন আমার কাছেই (লোকমান ৩১/১৪)এখানেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং পিতা-মাতার প্রতি
কৃতজ্ঞতাকে সমভাবে বর্ণনা করা হয়েছে
১. আল্লাহর আদেশ অপরিবর্তনীয় :
উপরোক্ত আয়াতে وَقَضَى رَبُّكَ আর তোমার প্রতিপালক আদেশ করেছেনএই আদেশ অর্থ চূড়ান্ত ফায়ছালাকেননা আল্লাহর ইবাদতের ফায়ছালা যেমন চূড়ান্ত, পিতা-মাতার সেবা করার ফায়ছালাও তেমনি চূড়ান্তএই সিদ্ধান্তে কোন পরিবর্তন বা নড়চড় নেইযেমন অন্যত্র এসেছে,قُضِيَ الْأَمْرُ الَّذِي فِيهِ
تَسْتَفْتِيَانِ
তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী, তার সিদ্ধান্ত হয়ে গেছে (ইউসুফ ১২/৪১)
যাকারিয়া বিন সালাম বলেন, জনৈক ব্যক্তি হাসান
বাছরী (রহঃ)-এর নিকট এসে বলল
, আমি আমার স্ত্রীকে
তিন তালাক দিয়েছি
জবাবে তিনি বললেন, তুমি তোমার প্রতিপালকের অবাধ্যতা করেছলোকটি বলল, আমার উপর এটিই
আল্লাহ আদেশ করেছেন
তখন হাসান বাছরী বললেন, আল্লাহ তোমার উপর এটি আদেশ করেননিবলেই তিনি অত্র
আয়াতের প্রথমাংশটি পাঠ করলেন
 (কুরতুবী)কারণ إِنَّ اللهَ لاَ يَأْمُرُ
بِالْفَحْشَاءِ
আল্লাহ কখনো ফাহেশা কাজের আদেশ করেন না (রাফ ৭/২৮)অনুরূপভাবে وَلاَ يَرْضَى لِعِبَادِهِ
الْكُفْرَ
তিনি বান্দার কুফরীর উপরে সন্তুষ্ট হন না (যুমার ৩৯/৭)অতএব অত্র আয়াতে আদেশ করেছেন অর্থ ফায়ছালা করেছেন
২. পিতা-মাতার শরীআত বিরোধী আদেশ ব্যতীত সবকিছু মানতে হবে :
আল্লাহ বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ
عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا

আর যদি পিতা-মাতা তোমাকে চাপ দেয় আমার সাথে কাউকে শরীক করার জন্য, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মানবে নাতবে পার্থিব জীবনে তাদের সাথে সদ্ভাব রেখে চলবে (লোকমান ৩১/১৫)এখানে শিরক বলতে আল্লাহর সত্তার সঙ্গে অন্য কিছুকে শরীক করাএকইভাবে আল্লাহর
বিধানের সাথে অন্যের বিধানকে শরীক করা বুঝায়
ধর্মের নামে ও রাষ্ট্রের নামে মানুষের মনগড়া
সকল বিধান এর মধ্যে শামিল
অতএব পিতা-মাতা যদি সন্তানকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের
বাইরে অন্য কিছু করতে চাপ দেন
, তবে সেটি মানতে
সন্তান বাধ্য নয়
কিন্তু অন্য সকল
বিষয়ে সদাচরণ করবে
মুছআব বিন সাদ তার পিতা সাদ বিন খাওলা হতে বর্ণনা করেন যে, আমার মা একদিন আমাকে কসম দিয়ে বলেন, আল্লাহ কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে এবং পিতা-মাতার
সাথে সদ্ব্যবহার করতে নির্দেশ দেননি
?فَوَاللهِ لاَ أَطْعَمُ طَعَاماً وَلاَ أَشْرَبُ
شَرَاباً حَتَّى أَمُوتَ أَوْ تَكْفُرَ بِمُحَمَّدٍ
অতএব আল্লাহর
কসম! আমি কিছুই খাবো না ও পান করবো না
, যতক্ষণ না
মৃত্যুবরণ করব অথবা তুমি মুহাম্মাদের সাথে কুফরী করবে
 (আহমাদ হা/১৬১৪)ফলে যখন তারা তাকে খাওয়াতেন, তখন গালের মধ্যে লাঠি ভরে ফাঁক করে তরল খাদ্য দিতেনএভাবে তিন দিন পর যখন মায়ের মৃত্যুর উপক্রম হ, তখন সূরা আনকাবূত ৮ আয়াত নাযিল হ,وَوَصَّيْنَا الْإِنْسَانَ
بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ
عِلْمٌ فَلاَ تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ
تَعْمَلُونَ
আর আমরা মানুষকে নির্দেশ দিয়েছি যেন তারা পিতা-মাতার সাথে
(কথায় ও কাজে) উত্তম ব্যবহার করে
তবে যদি তারা তোমাকে এমন কিছুর সাথে শরীক করার জন্য চাপ দেয়, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, সে বিষয়ে তুমি তাদের কথা মান্য করো নাআমার কাছেই তোমাদের প্রত্যাবর্তনস্থলঅতঃপর আমি তোমাদের
জানিয়ে দেব যেসব কাজ তোমরা করতে
 (আনকাবূত ২৯/৮)।[1] 
অন্য বর্ণনায় এসেছে, মা বললেন, তুমি অবশ্যই
তোমার দ্বীন ছাড়বে
নইলে আমি খাব না ও
পান করব না
, এভাবেই মরে যাবতখন তোমাকে লোকেরা তিরষ্কার করে বলবে, يَا قَاتِلَ أُمِّهِ
হে মায়ের হত্যাকারী! আমি বললাম, يَا أُمَّاهُ! لَوْ كَانَتْ لَكِ مِائَةُ نَفْسٍ، فَخَرَجَتْ نَفْسًا
نَفْسًا مَا تَرَكْتُ دِينِي هَذَا فَإِنْ شِئْتِ فَكُلِي، وَإِنْ شِئْتِ فَلَا
تَأْكُلِي
হে মা! যদি তোমার একশটি জীবন হয়, আর এক একটি
করে এভাবে বের হয়
, তবুও আমি আমার এই দ্বীন ছাড়ব নাএখন তুমি চাইলে খাও, চাইলে না খাও! অতঃপর আমার এই দৃঢ় অবস্থান দেখে তিনি খেলেনতখন অত্র আয়াত নাযিল
সাদ (রাঃ) বলেন, আমার কারণে এভাবে মোট ৪টি আয়াত নাযিল হয়েছে।[2] বস্ত্ততঃ এমন ঘটনা
সকল যুগে ঘটতে পারে
তখন মুমিনকে অবশ্যই দুনিয়ার বদলে দ্বীনকে অগ্রাধিকার দিতে হবে
৩. মুশরিক পিতা-মাতার প্রতি সদাচরণ :
(ক) আসমা বিনতে আবুবকর (রাঃ) বলেন, হে আল্লাহর
রাসূল! আমার মুশরিক মা আমার কাছে এসেছে
আমি কি তার সাথে সদ্ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁসদ্ব্যবহার কর।[3] ইবনু হাজার (রহঃ) বলেন, ঘটনাটি ছিল
হোদায়বিয়া সন্ধি থেকে মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত সময়কার
যখন তিনি তার মুশরিক স্বামী হারেছ বিন মুদরিক
আল-মাখযূমীর সাথে ছিলেন
 (ফাৎহুল বারী)
(খ) আবু হুরায়রা (রাঃ) বলেন, আমার মা ছিলেন মুশরিকএকদিন আমি তার নিকটে
ইসলামের দাওয়াত দিলে তিনি আমাকে রাসূল (ছাঃ) সম্পর্কে এমন কিছু কথা বলেন
, যা আমার নিকট খুবই অপসন্দনীয় ছিলতখন আমি রাসূল (ছাঃ)-এর নিকট গিয়ে কাঁদতে
লাগলাম এবং তার হেদায়াতের জন্য দো
আ করতে বললামঅতঃপর তিনি দোআ করলেনএরপর আমি বাড়িতে ফিরে এসে দরজা নাড়লে ভিতর থেকে
মা বলেন
, তুমি কিছুক্ষণ অপেক্ষা করতারপর তিনি গোসল সেরে পোষাক পরে দরজা খুলে দেন
এবং কালেমায়ে শাহাদত পাঠ করে তার ইসলাম ঘোষণা করেন
।[4]
৪. পিতা-মাতার প্রতি সদাচরণ কেন করবে?
আল্লাহ বলেন,وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا
عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ
الْمَصِيرُ
(আল্লাহ বলেন,) আর আমরা
মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি
তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ
করেছে এবং তার দুধ ছাড়ানো হয় দু
বছরেঅতএব তুমি আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। (মনে রেখ, তোমার) প্রত্যাবর্তনস্থল আমার কাছেই (লোকমান ৩১/১৪)অন্যত্র আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا
حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ
ثَلاَثُونَ شَهْرًا
আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা-মাতার প্রতি
সদ্ব্যবহার করার জন্য
তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে এবং প্রসব করেছে কষ্টের সাথেতাকে গর্ভে ধারণ ও
দুধ পান ছাড়াতে লাগে ত্রিশ মাস
 (আহক্বাফ ৪৬/১৫)এর দ্বারা বুঝা যায়
যে
, গর্ভ ধারণের সর্বনিম্ন মেয়াদ ছয় মাস (কুরতুবী)কেননা বাচ্চাকে দুবছর যাবৎ
বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে মায়েদের প্রতি নির্দেশ দিয়ে আল্লাহ বলেন
,وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ
أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ
জন্মদানকারিনী
মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু
বছর দুধ পান করাবে, যদি তারা
দুধপানের মেয়াদ পূর্ণ করতে চায়
 (বাক্বারাহ
২/২৩৩)
মানুষ তার পিতা-মাতার মাধ্যমেই দুনিয়াতে এসেছেঅতএব তারাই সর্বাধিক সদাচরণ পাওয়ার যোগ্যআল্লাহ বলেন,هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ
حِينٌ مِنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا- إِنَّا خَلَقْنَا
  الْإِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ
سَمِيعًا بَصِيرًا
নিশ্চয়ই মানুষের উপর যুগের এমন একটি সময় অতিক্রান্ত হয়েছে, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল নাআমরা মানুষকে
সৃষ্টি করেছি (পিতা-মাতার) মিশ্রিত শুক্রবিন্দু হ
তে, তাকে পরীক্ষা করার জন্যঅতঃপর আমরা তাকে করেছি শ্রবণশক্তিসম্পন্ন ও
দৃষ্টিশক্তিসম্পন্ন
 (দাহর ৭৬/১-২)।  
৫. পিতা-মাতার পায়ের নীচে জান্নাত :
জাহেমাহ আস-সুলামী (রাঃ) বলেন, আমি
রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকটে এলাম জিহাদে যাওয়ার উদ্দেশ্যে পরামর্শ করার জন্য
তিনি আমাকে বললেন, তোমার কি পিতা-মাতা আছে? আমি বললাম, হ্যাঁতিনি বললেন,الْزَمْهُمَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ أَرْجُلِهِمَا
তুমি তাদের নিকটে থাককেননা জান্নাত রয়েছে তাদের পায়ের নীচে।[5] অন্য বর্ণনায় এসেছে, জাহেমাহ
আস-সুলামী রাসূলুল্লাহ (ছাঃ)-এর ডান দিক থেকে ও বাম দিক থেকে দু
বার এসে বলেন, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই এবং এর মাধ্যমে আল্লাহর
সন্তুষ্টি ও আখেরাত কামনা করি
জবাবে রাসূল (ছাঃ) বলেন, তোমার মা কি
বেঁচে আছেন
? তিনি বললেন, হ্যাঁরাসূল (ছাঃ) বললেন, ارْجِعْ فَبَرَّهَا
ফিরে যাওতার সাথে সদাচরণ করঅবশেষে তৃতীয় বার সম্মুখ থেকে এসে একই আবেদন করেনতখন রাসূল (ছাঃ) তাকে
জিজ্ঞেস করেন তোমার মা কি জীবিত আছেন
? তিনি বললেন, হ্যাঁতখন রাসূল (ছাঃ) বললেন,وَيْحَكَ الْزَمْ رِجْلَهَا فَثَمَّ الْجَنَّةُ
তোমার ধ্বংস হৌক! তার পায়ের কাছে থাকসেখানেই জান্নাত (ইবনু মাজাহ হা/২৭৮১)
৬. পিতা-মাতার সেবা জিহাদে গমনের চাইতে উত্তম :
আব্দুল্লাহ বিন আমর (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি
রাসূল (ছাঃ)-এর দরবারে এসে বলল
, আমি আপনার নিকটে
হিজরত ও জিহাদের উপরে বায়
আত করতে চাইযার দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি ও আখেরাত কামনা করিরাসূলুল্লাহ (ছাঃ)
তাকে বললেন
, তোমার পিতা-মাতার কেউ জীবিত আছেন কি? লোকটি বলল, হ্যাঁবরং দুজনেই বেঁচে
আছেন
আমি তাদের উভয়কে
ক্রন্দনরত অবস্থায় ছেড়ে এসেছি
রাসূল (ছাঃ) বললেন, এরপরেও তুমি
আল্লাহর নিকট পুরস্কার আশা কর
? লোকটি বলল, হ্যাঁতিনি বললেন,فَارْجِعْ إِلَى وَالِدَيْكَ فَأَحْسِنْ صُحْبَتَهُمَا
فَفِيهِمَا فَجَاهِدْ
তুমি তোমার পিতা-মাতার নিকট ফিরে যাও ও
সর্বোত্তম সাহচর্য দান কর এবং তাদের কাছেই জিহাদ কর
 (মুসলিম হা/২৫৪৯ (৫-৬)তিনি আরও বলেন,فَارْجِعْ إِلَيْهِمَا فَأَضْحِكْهُمَا كَمَا
أَبْكَيْتَهُمَا، وَأَبَى أَنْ يُبَايِعَهُ
তুমি তাদেরকে
হাসাও
,
যেমন তুমি তাদেরকে কাঁদিয়েছঅতঃপর তিনি তার বায়আত নিতে
অস্বীকার করলেন
।[6] এর দ্বারা বুঝা যায়
যে
, পিতা-মাতার সেবা কখনো কখনো জিহাদের চেয়ে উত্তম হয়ে থাকেজমহূর বিদ্বানগণের
নিকটে সন্তানের উপর জিহাদে যাওয়া হারাম হবে
, যদি তাদের
মুসলিম পিতা-মাতা উভয়ে কিংবা কোন একজন জিহাদে যেতে নিষেধ করেন
কেননা তাদের সেবা করা
সন্তানের জন্য
ফরযে আয়েনপক্ষান্তরে জিহাদ করা
তার জন্য
ফরযে কিফায়াহযা সে না করলেও অন্য
কেউ করবে ইসলামী রাষ্ট্রের আমীরের হুকুমে
আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট কোন আমল সর্বাধিক প্রিয়? তিনি বললেন, ওয়াক্ত
মোতাবেক ছালাত আদায় করা
আমি বললাম, তারপর কি? তিনি বললেন, পিতা-মাতার সেবা করাবললাম, তারপর কি? তিনি বললেন, আল্লাহর
রাস্তায় জিহাদ করা
।[7] অন্য বর্ণনায় এসেছে, আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা।[8] এর দ্বারা বুঝা যায় যে, পিতা-মাতার
সেবা করার স্থান জিহাদে গমন করার উপরে
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত রাসূল (ছাঃ) বলেন, তার নাক ধূলি ধূসরিত হৌক (৩ বার)বলা হ, তিনি কে হে আল্লাহর রাসূল! তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে কিংবা একজনকে বৃদ্ধাবস্থায়
পেল
,
অথচ জান্নাতে প্রবেশ করতে পারলো না।[9]
জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ
(ছাঃ) মিম্বরে আরোহণ করলেন
অতঃপর ১ম সিঁড়িতে পা দিয়ে বললেন, আমীন২য় সিঁড়িতে পা দিয়ে বললেন, আমীনএরপর ৩য় সিঁড়িতে পা
দিয়ে বললেন
, আমীনলোকেরা বলল, হে আল্লাহর
রাসূল! আমরা আপনাকে তিন সিঁড়িতে তিন বার আমীন বলতে শুনলাম
তিনি বললেন, আমি যখন ১ম
সিঁড়িতে উঠলাম
, তখন জিব্রীল আমাকে এসে বললেন, হে মুহাম্মাদ! যে ব্যক্তি রামাযান মাস পেলঅতঃপর মাস শেষ হয়ে
গেল
কিন্তু তাকে ক্ষমা
করা হ
ল নাপরে সে জাহান্নামে
প্রবেশ করল
আল্লাহ তাকে স্বীয়
রহমত থেকে দূরে সরিয়ে দিলেন
তুমি বল, আমীনতখন আমি বললাম, আমীন২য় সিঁড়িতে উঠলে
জিব্রীল বললেন
, যে ব্যক্তি তার পিতা-মাতাকে বা তাদের একজনকে
পেল
অতঃপর সে তাদের সাথে
সদ্ব্যবহার করলো না
ফলে সে জাহান্নামে প্রবেশ করলআল্লাহ তাকে স্বীয় রহমত থেকে দূরে সরিয়ে দিলেনতুমি বল, আমীনতখন আমি বললাম, আমীনঅতঃপর ৩য় সিঁড়িতে পা দিলে তিনি বললেন, যার নিকটে তোমার কথা বর্ণনা করা হ, অথচ সে তোমার উপরে দরূদ পাঠ করলো নাঅতঃপর মারা গেল ও জাহান্নামে প্রবেশ করলোআল্লাহ তাকে স্বীয়
রহমত থেকে দূরে সরিয়ে দিলেন
তুমি বল, আমীনতখন আমি বললাম, আমীন।[10]
৭. মায়ের সেবার গুরুত্ব সর্বাধিক :
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমার সেবা পাওয়ার সর্বাধিক হকদার কে? তিনি বললেন, তোমার মালোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মালোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মালোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার পিতাঅতঃপর তোমার রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয়গণ যে যত নিকটবর্তী।[11]
অন্য এক বর্ণনায় তিনি বলেন, তুমি তোমার মায়ের
সেবা কর
فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا
কেননা জান্নাত তার দুপায়ের নীচে (নাসাঈ হা/৩১০৪)
৮. পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি :
আব্দুল্লাহ বিন আমর (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,رِضَى الرَّبِّ فِى رِضَى
الْوَالِدِ وَسَخَطُ الرَّبِّ فِى سَخَطِ الْوَالِدِ
পিতার
সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার ক্রোধে আল্লাহর ক্রোধ
।[12] আবুদ্দারদা (রাঃ) হতে বর্ণিত, জনৈক ব্যক্তি
শামে তার নিকটে এসে বলল
, আমার মা, অন্য বর্ণনায়
আমার পিতা বা মাতা (রাবীর সন্দেহ) আমাকে বারবার তাকীদ দিয়ে বিয়ে করালেন
এখন তিনি আমাকে আমার
স্ত্রীকে তালাক দানের নির্দেশ দিচ্ছেন
এমতাবস্থায় আমি কি করব? জবাবে
আবুদ্দারদা বলেন
, আমি তোমার স্ত্রীকে ছাড়তেও বলব না, রাখতেও বলব নাআমি কেবল অতটুকু বলব, যতটুকু আমি
রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট থেকে শুনেছি
তিনি বলেছেন,الْوَالِدُ أَوْسَطُ أَبوابِ الْجَنَّةِ، فَحَافِظْ
إِنْ شِئْتَ أَوْ ضَيِّعْ
পিতা হলেন জান্নাতের মধ্যম দরজাএক্ষণে তুমি চাইলে তা রেখে দিতে পার অথবা
বিনষ্ট করতে পার
।[13]  
আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, আমার স্ত্রীকে
আমি ভালবাসতাম
কিন্তু আমার পিতা
তাকে অপসন্দ করতেন
  তিনি তাকে তালাক দিতে বলেনআমি তাতে অস্বীকার করিতখন বিষয়টি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলা হলে তিনি বলেন, أَطِعْ أَبَاكَ وَطَلِّقْهَا،
فَطَلَّقْتُهَا
তুমি তোমার পিতার আনুগত্য কর এবং তাকে তালাক
দাও
অতঃপর আমি তাকে তালাক
দিলাম
।[14] ঈমানদার ও দূরদর্শী পিতার আদেশ মান্য করা
ঈমানদার সন্তানের জন্য অবশ্য কর্তব্য
কিন্তু পুত্র ও তার স্ত্রী উভয়ে ধার্মিক ও আনুগত্যশীল হলে ফাসেক
পিতা-মাতার নির্দেশ এক্ষেত্রে মানা যাবে না
একইভাবে সন্তান ছহীহ হাদীছপন্থী হলে বিদআতী
পিতা-মাতার ধর্মীয় নির্দেশও মানা চলবে না
কারণ সকল ক্ষেত্রে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের বিধান
অগ্রাধিকার পাবে
৯. পিতা-মাতার দোআ নিঃসন্দেহে কবুল হয় :
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ثَلاَثُ دَعَوَاتٍ
مُسْتَجَابَاتٌ لاَ شَكَّ فِيهِنَّ : دَعْوَةُ الْوَالِدِ وَدَعْوَةُ الْمُسَافِرِ
وَدَعْوَةُ الْمَظْلُومِ
তিনটি দোআ কবুল হয়যাতে কোনরূপ সন্দেহ নেইপিতার দো, মুসাফিরের দোআ ও মযলূমের
দো
 (আবুদাঊদ
হা/১৫৩৬)
অন্য বর্ণনায় এসেছে, وَدَعْوَةُ الْوَالِدَيْنِ
পিতা-মাতার দো (আল-আদাবুল
মুফরাদ হা/৩২)
আরেক বর্ণনায় এসেছে,وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى
وَلَدِهِ
পিতার বদদোআ তার সন্তানের বিরুদ্ধে (তিরমিযী হা/১৯০৫)এক কথায় সন্তানের জন্য বা সন্তানের বিরুদ্ধে
পিতা-মাতার যেকোন দো
আ বা বদদোআ নিঃসন্দেহে আল্লাহর নিকট কবুল হয়ে যায়অতএব এ ব্যাপারে
পিতা-মাতা ও সন্তানদের সর্বদা সাবধান থাকতে হবে
যেন সন্তানের কোন আচরণে পিতা-মাতার অন্তর থেকে উহ্ শব্দ বেরিয়ে
না আসে
অথবা সন্তানের প্রতি
রুষ্ট হয়ে পিতা-মাতা যেন মনে বা মুখে কোন বদদো
আ না করে বসেনযেকোন অবস্থায় উভয়কে ধৈর্য ধারণ করতে হবে এবং
সর্বদা উভয়ে উভয়ের প্রতি সহমর্মী ও সহানুভূতিশীল থাকতে হবে
প্রত্যেকে পরস্পরের কল্যাণ কামনা করতে হবেনইলে যেকোন সময় কঠিন
অবস্থার সম্মুখীন হয়ে যাওয়ার নিশ্চিত সম্ভাবনা থেকে যাবে
১০. সন্তান হল পিতা-মাতার পবিত্রতম উপার্জন :
আমর বিন শুআইব তার পিতা
তে,
তিনি তার দাদা আমর ইবনুল আছ (রাঃ) হতে বর্ণনা
করেন
,
জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর নিকটে এসে বলল, আমার সম্পদ আছেআর আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষীতখন রাসূল (ছাঃ) বললেন, أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ،
إِنَّ أَوْلاَدَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ، كُلُوا مِنْ كَسْبِ أَوْلاَدِكُمْ

তুমি ও তোমার সম্পদ তোমার পিতার জন্যনিশ্চয়ই তোমাদের সন্তানগণ তোমাদের পবিত্রতম উপার্জনের
অন্তর্ভুক্ত
অতএব তোমরা তোমাদের
সন্তানদের উপার্জন থেকে ভক্ষণ কর
।[15] আয়েশা (রাঃ) হতে বর্ণিত
অন্য হাদীছে রাসূল (ছাঃ) বলেন
, إِنَّ   أَطْيَبَ مَا أَكَلْتُمْ مِنْ كَسْبِكُمْ وَإِنَّ
أَوْلاَدَكُمْ مِنْ كَسْبِكُمْ
নিশ্চয়ই সবচেয়ে পবিত্র খাদ্য হল যা তোমরা
নিজেরা উপার্জন কর
আর তোমাদের সন্তানগণ
তোমাদের উপার্জনের অংশ
 (তিরমিযী
হা/১৩৫৮)
উক্ত বিষয়ে জাবের ও
আব্দুল্লাহ বিন
আমর প্রমুখ ছাহাবী থেকেও ছহীহ হাদীছ সমূহ রয়েছেইমাম তিরমিযী বলেন, অনেক ছাহাবী ও অন্যান্য বিদ্বানগণ বলেন, পিতা-মাতা সন্তানের সম্পদ থেকে যতটুকু ইচ্ছা গ্রহণ করতে
পারেন
তবে কেউ কেউ বলেনকেবল প্রয়োজন অনুপাতে নিতে পারেন (তিরমিযী হা/১৩৫৮-এর ব্যাখ্যা)
নেককার সন্তানের সকল নেক আমলের ছওয়াব তার পিতা-মাতা পাবেনযদি তারা
কাফের-মুশরিক অবস্থায় মৃত্যুবরণ না করেন
পক্ষান্তরে তাদের পাপের অংশ পিতা-মাতা না পেলেও দুনিয়াতে
তারা সন্তানের কারণে বদনামগ্রস্থ হবেন
যেভাবে নূহ (আঃ)-এর অবাধ্য পুত্র জগদ্বাসীর নিকটে চিহ্নিত
হয়ে আছে এবং ছেলেকে বাঁচানোর জন্য প্রার্থনা করে নবী নূহ (আঃ) আল্লাহর নিকট ধমক
খেয়েছিলেন
 (হূদ ১১/৪৫-৪৬)অতএব সন্তানদের অবশ্যই পিতা-মাতা ও বংশের সম্মান ও সুনামের
ব্যাপারে সাবধান থাকতে হবে
 
১১. পিতা-মাতার সেবা বিপদমুক্তির অসীলা :
আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, পূর্ব কালে তিন জন ব্যক্তি সফরে বের হয়পথিমধ্যে তারা
মুষলধারে বৃষ্টির মধ্যে পতিত হয়
তখন তিন জনে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়হঠাৎ গুহা মুখে একটি
বড় পাথর ধসে পড়ে
তাতে গুহার মুখ বন্ধ
হয়ে যায়
তিন জনে সাধ্যমত
চেষ্টা করেও তা সরাতে ব্যর্থ হয়
তখন তারা পরস্পরে বলতে থাকে যে, এই বিপদ থেকে রক্ষার কেউ নেই আল্লাহ ব্যতীতঅতএব তোমরা আল্লাহকে
খুশী করার উদ্দেশ্যে জীবনে কোন সৎকর্ম করে থাকলে সেটি সঠিকভাবে বল এবং তার দোহাই
দিয়ে আললাহর নিকট প্রার্থনা কর
আশা করি তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন
তখন একজন বলল, আমার বৃদ্ধ পিতা-মাতা ছিলেন এবং আমার ছোট ছোট
কয়েকটি শিশু সন্তান ছিল
যাদেরকে আমি প্রতিপালন করতামআমি প্রতিদিন মেষপাল চরিয়ে যখন ফিরে আসতাম, তখন সন্তানদের পূর্বে পিতা-মাতাকে দুধ পান করাতামএকদিন আমার ফিরতে রাত
হয়ে যায়
অতঃপর আমি দুগ্ধ দোহন
করি
ইতিমধ্যে পিতা-মাতা
ঘুমিয়ে যান
তখন আমি তাদের মাথার
নিকট দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকি
, যতক্ষণ না
তারা জেগে ওঠেন
এ সময় ক্ষুধায় আমার
বাচ্চারা আমার পায়ের নিকট কেঁদে গড়াগড়ি যায়
কিন্তু আমি পিতা-মাতার পূর্বে তাদেরকে পান করাতে চাইনিএভাবে ফজর হয়ে যায়অতঃপর তারা ঘুম থেকে
উঠেন ও দুধ পান করেন
তারপরে আমি বাচ্চাদের পান করাইاللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ
ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ
الصَّخْرَةِ
হে আল্লাহ! যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমাদের থেকে এই পাথর সরিয়ে নাও! তখন পাথর
কিছুটা সরে গেল এবং তারা আকাশ দেখতে পেল
দ্বিতীয় জন বলল, হে আল্লাহ! আমার একটা চাচাতো বোন ছিলযাকে আমি সবচেয়ে
ভালবাসতাম
এক সময় তাকে আমি
আহবান করলে সে একশ
দীনার নিয়ে আসতে বললআমি বহু কষ্টে একশ দীনার জমা করলামঅতঃপর তার সঙ্গে সাক্ষাৎ করলামকিন্তু যখন আমি তার
প্রতি উদ্যত হ
লাম, তখন সে বলল, يَا عَبْدَ اللهِ اتَّقِ اللهَ، وَلاَ تَفْتَحِ
الْخَاتَمَ
হে আল্লাহর বান্দা! আল্লাহকে ভয় করআমার সতীত্ব বিনষ্ট করো নাতৎক্ষণাৎ আমি সেখান থেকে উঠে এলামহে আল্লাহ! যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য
করে থাকি
, তাহলে তুমি আমাদের থেকে এই পাথর সরিয়ে নাও! তখন পাথর কিছুটা
সরে গেল
তৃতীয়জন বলল, হে আল্লাহ! আমি জনৈক ব্যক্তিকে এক পাত্র চাউলের
বিনিময়ে মজুর নিয়োগ করি
কাজ শেষে আমি তাকে প্রাপ্য দিয়ে দেইকিন্তু সে কোন কারণবশত তা ছেড়ে চলে যায়তখন আমি তার
প্রাপ্যের বিনিময়ে গরু ও রাখাল পালন করতে থাকলাম
অতঃপর একদিন লোকটি আমার কাছে আসল এবং বলল, আল্লাহকে ভয় কর, আমার উপর
যুলুম করো না
আমার পাওনাটা দিয়ে
দাও
তখন আমি বললাম, এই গরু ও রাখাল সবই তুমি নিয়ে যাওলোকটি বলল, আল্লাহকে ভয় কর, আমার সঙ্গে ঠাট্টা করো নাআমি বললাম, আমি ঠাট্টা করছি নাঐ গরু ও রাখাল সবই তুমি নিয়ে যাওঅতঃপর লোকটি সব নিয়ে
গেল
হে আল্লাহ! যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য
করে থাকি
, তাহলে তুমি আমাদের থেকে এই পাথর সরিয়ে নাও! তখন পাথরের
বাকীটুকু সরে গেল এবং আল্লাহ তাদেরকে মুক্তি দান করলেন
।[16]
এগুলি হল বৈধ অসীলা সমূহের অন্যতমযাতে কোন রিয়া ও শ্রুতি ছিল নাকেবলমাত্র আল্লাহর
সন্তুষ্টি কাম্য ছিল
সেজন্য আল্লাহ উপরোক্ত সৎকর্ম সমূহের অসীলায় তাদেরকে মুক্তি দিয়েছিলেন
১২. পিতা-মাতার অবাধ্যতা শিরকের পরে মহাপাপ :
আবু বাকরাহ (রাঃ) হতে বর্ণিত রাসূল (ছাঃ) এরশাদ করেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবীরা গোনাহ কোনটি সে বিষয়ে খবর
দিব না
?
আল্লাহর সাথে শিরক করা এবং পিতা-মাতার অবাধ্য
হওয়া
এসময় তিনি ঠেস দিয়ে
ছিলেন
অতঃপর উঠে বসে বললেন, সাবধান! মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্যকথাটি তিনি বলতেই থাকলেনআমরা ভাবছিলাম, তিনি আর থামবেন না।[17] অত্র হাদীছে বুঝা যায়
যে
, শিরকের পরেই মহাপাপ হল পিতা-মাতার অবাধ্য হওয়াএরপরে মহাপাপ হল মিথ্যা কথা বলা ও মিথ্যা
সাক্ষ্য দেওয়া
 
১৩. রেহেম রহমান হতে নিঃসৃত : 
আব্দুর রহমান বিন আওফ (রাঃ) হতে বর্ণিত রাসূল (ছাঃ) বলেন, قَالَ اللهُ : أَنَا اللهُ
وَأَنَا الرَّحْمَنُ خَلَقْتُ الرَّحِمَ وَشَقَقْتُ لَهَا مِنَ اسْمِى فَمَنْ
وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ
আল্লাহ বলেছেন, আমি আল্লাহ, আমি রহমানআমিই রেহেম সৃষ্টি
করেছি
আমি রেহেম শব্দটিকে আমার
রহমান নাম থেকে নিঃসৃত করেছিঅতএব যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবে, আমি তার সাথে যুক্ত থাকবআর যে ব্যক্তি সেটা ছিন্ন করবে, আমি তাকে বিচ্ছিন্ন করে দিব।[18]
আবু হুরায়রা (রাঃ)-এর বর্ণনায় এসেছে রাসূল (ছাঃ) বলেন, إِنَّ الرَّحِمَ سُجْنَةٌ مِنَ
الرَّحْمَنِ
রেহেম শব্দটি রহমান থেকে নিঃসৃতসেকারণ আল্লাহ বলেছেন,…।[19]
আয়েশা (রাঃ)-এর বর্ণনায় এসেছে রাসূল (ছাঃ) বলেন, الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ
রেহেম আল্লাহর আরশের সাথে ঝুলন্তসে বলে, যে আমাকে নিজের সাথে
যুক্ত রাখবে
, আল্লাহ তাকে যুক্ত রাখবেনআর যে আমাকে ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন।[20]
জুবায়ের বিন মুত্বইম (রাঃ)-এর বর্ণনায় এসেছে রাসূল (ছাঃ) বলেন, لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ
رَحِمٍ
রেহেমের সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।[21] আব্দুল্লাহ বিন আমর (রাঃ)-এর বর্ণনায় এসেছে,لاَ يَدْخُلُ الْجَنَّةَ
مَنَّانٌ وَلاَ عَاقٌّ وَلاَ مُدْمِنُ خَمْرٍ
খোটা দানকারী, পিতা-মাতার অবাধ্য ও মদ্যপায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে
না
।[22] ইবনু ওমর (রাঃ)-এর বর্ণনায় এসেছে,ثَلاَثَةٌ قَدْ حَرَّمَ اللهُ
عَلَيْهِمُ الْجَنَّةَ مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالْدَّيُّوثُ الَّذِى
يُقِرُّ فِى أَهْلِهِ الْخَبَثَ
তিন জন ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেনমদ্যপায়ী, পিতা-মাতার অবাধ্য সন্তান এবং দাইয়ূছযে তার পরিবারে অশ্লীলতা স্থায়ী রাখে।[23]
দাইয়ূছ অর্থ যে
ব্যক্তি তার পরিবারে ব্যভিচার
, ব্যভিচার উদ্রেককারী
পরিবেশ
,
মদ্যপান ও বিভিন্ন ধরনের অনৈসলামী আচরণ জিইয়ে
রাখে এবং তা দূরীকরণে যথাযোগ্য ব্যবস্থা নেয় না
 (মিরক্বাত)
আবু বাকরাহ (রাঃ) হতে বর্ণিত রাসূল (ছাঃ) বলেন, বিদ্রোহ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অপেক্ষা কোন পাপই এত জঘন্য নয় যে, পাপীকে আল্লাহ সবচেয়ে দ্রুত এ দুনিয়াতেই শাস্তি দেন এবং
আখেরাতেও তার জন্য শাস্তি জমা রাখেন
।[24] অর্থাৎ
অন্যান্য পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে নাও দিতে পারেন অথবা বিলম্বিত করতে পারেন
কিন্তু বর্ণিত দুই
পাপের শাস্তি দুনিয়াতেই আল্লাহ কিছু না কিছু দিয়ে থাকেন
আর আখেরাতে তো থাকবেইযদি না সে তওবা করে
পিতা-মাতা হলেন রেহেমের সম্পর্কের মূল সূত্রঅতএব পিতা-মাতার সাথে সদ্ব্যবহার হল সর্বাগ্রেঅতঃপর পিতৃকুল ও
মাতৃকুলের রক্ত সম্পর্কীয় আত্মীয়গণ এই হাদীছের মধ্যে শামিল
কেননা আল্লাহ বলেন, وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ
الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا
তিনিই মানুষকে
পানি হ
তে সৃষ্টি করেছেনঅতঃপর তিনি তার বংশগত ও বিবাহগত সম্পর্ক নির্ধারণ করেছেন (ফুরক্বান ২৫/৫৪)বনু মুছত্বালিক্ব যুদ্ধে পরাজিত গোত্র নেতার কন্যা
জুওয়াইরিয়াকে বিবাহ করার সূত্রে ঐ গোত্রের বন্দী একশ
পরিবার মুক্তি
পায় এবং তারা মুসলমান হয়ে যায়
অতঃপর রাসূল (ছাঃ)-এর শ্বশুর গোত্র (أَصْهَارُ رَسُولِ اللهِ) হিসাবে তারা সম্মানিত হয় ও ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে।[25] রাসূলুল্লাহ (ছাঃ)
স্বীয় পরলোকগত স্ত্রী খাদীজার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন
।[26]
তিনি সর্বদা আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য তাকীদ দিতেনএমনকি ঐতিহাসিক ছাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে
কুরায়েশদের প্রতি ইসলামের দাওয়াত দেওয়ার সময়েও তিনি বলেছিলেন
, يَا مَعْشَرَ قُرَيْشٍ
أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ فَإِنِّى وَاللهِ لاَ أَمْلِكُ لَكُمْ مِنَ
اللهِ شَيْئًا إِلاَّ أَنَّ لَكُمْ رَحِمًا سَأَبُلُّهَا بِبَلاَلِهَا
হে কুরায়েশগণ!
তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও! কেননা আল্লাহর কসম! আমি তোমাদেরকে
আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখি না
তবে তোমাদের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তা আমি (দুনিয়াতে) সদ্ব্যবহার দ্বারা সিক্ত করব।[27]
মক্কায় যখন খরা ও দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা মৃত ভক্ষণ ও হাড়-হাড্ডি খেতে
শুরু করে
, তখন শত্রুনেতা আবু সুফিয়ান এসে রাসূল (ছাঃ)-কে
বলেন
,
يَا مُحَمَّدُ،
جِئْتَ تَأْمُرُ بِصِلَةِ الرَّحِمِ ، وَإِنَّ قَوْمَكَ هَلَكُوا، فَادْعُ اللهَ

হে মুহাম্মাদ! তুমি আগমন করেছ আত্মীয়তার সম্পর্ক রক্ষার আদেশ দানের জন্যএদিকে তোমার কওম ধ্বংস
হয়ে যাচ্ছে
অতএব তুমি আল্লাহর
নিকট দো
আ করতখন রাসূল (ছাঃ) পাঠ
করলেন
,
فَارْتَقِبْ يَوْمَ
تَأْتِى السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ
অতএব তুমি অপেক্ষা কর সেই দিনের, যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে (দুখান ৪৪/১০)এর দ্বারা বিরোধী পক্ষকে ক্বিয়ামত প্রাক্কালের অবস্থা স্মরণ
করিয়ে দেওয়া হয়েছে
অতঃপর রাসূল (ছাঃ) দোআ করলেন এবং মুষলধারে বৃষ্টি নেমে আসেযা সাত দিন স্থায়ী হয়তখন তারা এসে অতিবৃষ্টির অভিযোগ করেফলে রাসূল (ছাঃ) দোআ করেন, اَللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ
عَلَيْنَا
হে আল্লাহ! আমাদের থেকে ফিরিয়ে নাওআমাদের উপর দিয়ো নাএরপর তারা পুনরায় কুফরীতে ফিরে যায়ফলে তাদের নেতারা বদরের যুদ্ধে ধ্বংস হয়এদিকে ইঙ্গিত করে
আল্লাহ বলেন
, يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى، يَوْمَ بَدْرٍ
যেদিন আমরা সর্বোচ্চ গ্রেফতারে পাকড়াও করব, সেদিন আমরা
চূড়ান্ত প্রতিশোধ নেব
 (দুখান ৪৪/১৬), যেটা ঘটে যায় বদরের দিন (বুখারী হা/১০২০)মদীনাতেও একই অভিযোগ এলে রাসূল (ছাঃ) একই দোআ করেন (বুখারী
হা/১০২১)
ইসলামের শত্রুদের
বিরুদ্ধে সকল যুগেই এটা হ
তে পারেএছাড়াও ক্বিয়ামতের দিন হবে চূড়ান্ত প্রতিশোধ।  
৬ষ্ঠ হিজরীর মুহাররম মাসে কুরায়েশদের সাথে যুদ্ধাবস্থা চলাকালে ইয়ামামা থেকে
মক্কাবাসীদের জন্য শস্য আগমন বন্ধ হয়ে গেলে মক্কাবাসীগণ বাধ্য হয়ে রাসূল (ছাঃ)-এর
নিকটে আত্মীয়তার দোহাই দিয়ে পত্র লেখে
তখন তাঁর নির্দেশে সেখানে পুনরায় শস্য রফতানী শুরু হয়।[28] এসব ঘটনায় স্পষ্ট হয়ে যায় যে, ইসলাম আত্মীয়তার সম্পর্ককে সর্বাধিক গুরুত্ব দিয়েছেযার মূলে হল পিতা-মাতার রক্ত সম্পর্ক
১৪. রক্তের সম্পর্ক ছিন্নকারীর সাথে সদ্ব্যবহারকারী ব্যক্তি
আল্লাহর
 সাহায্য প্রাপ্ত :
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত একবার জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার এমন কিছু আত্মীয়-স্বজন আছে, যারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেকিন্তু আমি তাদের সাথে সদ্ব্যবহার করি এবং
তাদের দুর্ব্যবহারে ধৈর্য্য ধারণ করি
উত্তরে তিনি বললেন, তুমি যা বলছ, সেরূপ হলে তুমি তাদের মুখের উপর গরম ছাই নিক্ষেপ করছযতক্ষণ তুমি এই নীতির
উপর থাকবে
, ততক্ষণ আল্লাহর পক্ষ হতে তোমার সাথে
একজন সাহায্যকারী থাকবেন
যিনি তাদের ক্ষতি হতে তোমাকে রক্ষা করবেন।[29] অকৃতজ্ঞতার
পরিণাম হ
ল আগুনের শাস্তিমুখে গরম ছাই
নিক্ষেপ করছ
বলার মাধ্যমে তাদের জন্য জাহান্নামের শাস্তির দিকে ইঙ্গিত
করা হয়েছে
আব্দুল্লাহ বিন আমর (রাঃ) হতে অন্য বর্ণনায় এসেছে রাসূল (ছাঃ) বলেন, ঐ ব্যক্তি আত্মীয়তা রক্ষাকারী নয়, যে কেবল আত্মীয়তার বিপরীতে আত্মীয়তা করেবরং সেই ব্যক্তি
আত্মীয়তা রক্ষাকারী
, যে ব্যক্তি ছিন্ন হবার পরে তা পুনঃস্থাপন করে।[30] কেননা সেটাই হবে প্রকৃত আত্মীয়তাবাকীটা হবে স্রেফ লৌকিকতাআত্মীয়তা সর্বদা আত্মার সাথে সম্পর্কিতযেখানে আত্মার সংযোগ
নেই
,
সেখানে আল্লাহর রহমত নেইআর আত্মীয়তার মূলে হলেন পিতা-মাতাতাই তাঁদের সাথে
সম্পর্ক দৃঢ় রাখাই হ
ল সবচেয়ে গুরুত্বপূর্ণএই সম্পর্কে ত্রুটি থাকলে বাকী সব সম্পর্কই
ত্রুটিপূর্ণ হয়ে যাবে
১৫. আত্মীয়তায় জীবিকা ও আয়ু বৃদ্ধি পায় :
আনাস (রাঃ) হতে বর্ণিত রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি নিজের জীবিকায় প্রশস্ততা ও আয়ু বৃদ্ধি কামনা করে, সে যেন তার আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করে।[31] সালমান ফারেসী (রাঃ)-এর বর্ণনায় এসেছে, لاَ يَرُدُّ الْقَضَاءَ إِلاَّ
الدُّعَاءُ وَلاَ يَزِيدُ فِى الْعُمُرِ إِلاَّ الْبِرُّ
তাক্বদীর
পরিবর্তন হয় না দো
আ ব্যতীত এবং বয়স বৃদ্ধি হয় না সৎকর্ম ব্যতীত।[32] অর্থাৎ যে সব বিষয় আল্লাহ দোআ ব্যতীত পরিবর্তন করেন না, সেগুলি দোআর ফলে পরিবর্তিত হয়আর সৎকর্মে বয়স বৃদ্ধি পায় অর্থ ঐ ব্যক্তির আয়ুতে বরকত বৃদ্ধি পায়যাতে নির্ধারিত আয়ু
সীমার মধ্যে সে বেশী বেশী সৎকাজ করার তাওফীক লাভ করে এবং তা তার আখেরাতে সুফল বয়ে
আনে
 (মিরক্বাত, মিরআত)কেননা মানুষের রূযী ও আয়ু আল্লাহ কর্তৃক নির্ধারিতযাতে কোন কমবেশী হয়
না
।[33] আর এটা বাস্তব
সত্য যে
, পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের সহযোগিতার মাধ্যমে
মানুষ খুব সহজে সৎকর্ম করার সুযোগ পায়
তাছাড়া পরস্পরের মর্যাদা রক্ষায় ও বিপদাপদ হতে নিরাপদ
থাকায় তারা একে অপরের সহযোগী হয়
১৬. পিতা-মাতার অবাধ্য সন্তানের কোন সৎকর্ম কবুল হয় না :
আবু উমামাহ (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ثَلاَثَةٌ لاَ يُقْبَلُ مِنْهُمْ
يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلاَ عَدْلٌ: عَاقٌّ وَمَنَّانٌ وَمُكَذِّبٌ بِقَدْرٍ
তিনজন
ব্যক্তির কোন দান বা সৎকর্ম আল্লাহ কবুল করেন না : পিতা-মাতার অবাধ্য সন্তান
, খোটা দানকারী এবং তাক্বদীরে অবিশ্বাসী ব্যক্তি।[34]
১৭. পিতা-মাতার মৃত্যুর পর সন্তানের কর্তব্য :
প্রথম করণীয় হ, তাঁদের ঋণ পরিশোধ করা ও অছিয়ত পূর্ণ করাঅতঃপর মীরাছ বণ্টন
করা
 (নিসা ৪/১১)অতঃপর পিতা-মাতার জন্য দোআ করা, ছাদাক্বা করা এবং ইল্ম বিতরণ করাআরেকটি হল তাদের পক্ষ হতে হজ্জ করা।[35]… তবে এজন্য উত্তরাধিকারীকে প্রথমে নিজের ফরয
হজ্জ আদায় করতে হবে
।[36]
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, নিশ্চয় আল্লাহ জান্নাতে সৎকর্মশীল বান্দার মর্যাদার স্তর
উঁচু করবেন
তখন সে বলবে, হে আমার প্রতিপালক! কিভাবে এটা আমার জন্য হ? তিনি বলবেন, بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ তোমার জন্য
তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণে
।[37] এজন্য
সন্তানকে সর্বদা দো
আ করতে হবে,رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْراً–  (রবিবরহাম্হুমা কামা
রববাইয়া-নী ছগীরা)
 হে আমার
প্রতিপালক! তুমি তাদের প্রতি দয়া কর যেমন তারা আমাকে শৈশবে দয়াপরবশে লালন-পালন
করেছিলেন
 (ইসরা ১৭/২৪)
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ
يَوْمَ يَقُومُ الْحِسَابُ
 (রববানাগফিরলী ওয়ালিওয়া-লিদাইয়া ওয়া লিলমুমিনীনা ইয়াউমা ইয়াক্বূমুল হিসা-ব) হে আমাদের পালনকর্তা! তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে এবং
ঈমানদার সকলকে ক্ষমা কর যেদিন হিসাব দন্ডায়মান হবে
 (ইবরাহীম ১৪/৪১)
ছাদাক্বার মধ্যে ঐ ছাদাক্বা উত্তম, যা ছাদাক্বায়ে
জারিয়াহ
, যা সর্বদা জারি থাকে ও স্থায়ী নেকী দান করেএর মধ্যে সর্বোত্তম হল ইল্ম বিতরণ
করা
যে ইল্ম মানুষকে
নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর পথ দেখায় এবং শিরক ও বিদ
আত হতে বিরত রাখেউক্ত উদ্দেশ্যে
উচ্চতর ইসলামী গবেষণা খাতে সহযোগিতা প্রদান করা
, সেজন্য প্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনা করাবিশুদ্ধ আক্বীদা ও আমল সম্পন্ন বই ছাপানো ও
বিতরণ করা এবং এজন্য স্থায়ী প্রচার মাধ্যম স্থাপন ও পরিচালনা করা ইত্যাদি
অতঃপরমসজিদ, মাদরাসা, ইয়াতীমখানা, ইসলামী বিশ্ববিদ্যালয় নির্মাণ ও পরিচালনা, রাস্তা ও বাঁধ নির্মাণ, অনাবাদী জমিকে
আবাদ করা
, সুপেয় পানির ব্যবস্থা করা, দাতব্য চিকিৎসালয় ও হাসপাতাল স্থাপন ও পরিচালনা করা ইত্যাদি
জানা আবশ্যক যে, ছাদাক্বায়ে জারিয়াহ দুভাবে হতে পারে। (১) মৃত ব্যক্তি স্বীয়
জীবদ্দশায় এটা করে যাবেন
এটি নিঃসন্দেহে সর্বোত্তমকারণ মানুষ সেটাই পায়, যার জন্য সে
চেষ্টা করে
 (নাজম ৫৩/৩৯)। (২) মৃত্যুর পরে তার জন্য তার উত্তরাধিকারীগণ বা অন্যেরা
যেটা করেন
সাইয়িদ রশীদ রিযা
বলেন
,
দো, ছাদাক্বা (ও
হজ্জ)-এর নেকী মৃত ব্যক্তি পাবেন
, এ বিষয়ে বিদ্বানগণ
সকলে একমত
কেননা উক্ত বিষয়ে শরীআতে স্পষ্ট
নির্দেশনা রয়েছে
।[38]
আরেকটি বিষয় মনে রাখা আবশ্যক যে, স্থান-কাল-পাত্র
ভেদে ছাদাক্বায়ে জারিয়াহর ধরন পরিবর্তন হয়ে থাকে
অতএব যেখানে বা যাকে এটা দেওয়া হবে, তার গুরুত্ব ও স্থায়ী কল্যাণ বুঝে এটা দিতে হবেসঙ্গে সঙ্গে এ বিষয়ে
সদা সতর্ক থাকতে হবে
, যেন উক্ত ছাদাক্বা ধর্মের নামে কোন শিরক ও বিদআতের পুষ্টি
সাধনে ব্যয়িত না হয়
যা স্থায়ী নেকীর বদলে স্থায়ী গোনাহের কারণ হবেক্বিয়ামতের দিন বান্দাকে তার আয় ও ব্যয় দুটিরই হিসাব
দিতে হবে
।[39] অতএব ছাদাক্বা
দানকারীগণ সাবধান!
১৮. পিতা-মাতা না থাকলে খালা-ফুফুর সঙ্গে সদ্ব্যবহার :
আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি
এসে বলল
, হে আল্লাহর রাসূল! আমি বড় পাপ করেছিআমার কি কোন তওবা আছে? রাসূলুল্লাহ (ছাঃ) তাকে বললেন, তোমার কি পিতা-মাতা আছে? সে বলল, নাতিনি বললেন, তোমার কি খালা
আছে
?
সে বলল, আছেতিনি বললেন, তাহলে তার সঙ্গে সদ্ব্যবহার কর।[40] বারা বিন আযেব (রাঃ) হতে বর্ণিত রাসূল (ছাঃ) বলেন,الْخَالَةُ بِمَنْزِلَةِ الأُمِّ  খালা হলেন মায়ের
স্থলাভিষিক্ত
।[41] একইভাবে চাচা ও মামু
সমান মর্যাদার অধিকারী
রাসূলুল্লাহ (ছাঃ) স্বীয় চাচা আবু ত্বালিবের নিকটে লালিত-পালিত হয়েছিলেন এবং
হিজরতের পর মদীনায় স্বীয় দাদার মাতুল গোষ্ঠী বনু নাজ্জারে আশ্রয় গ্রহণ করেছিলেন
।[42]
অত্র হাদীছে বড় পাপ বলতে ব্যক্তির নিকটে বড় পাপ হিসাবে গণ্য হয়েছিলযদিও সেটি ছোট পাপ
ছিল
অথবা সেটি আসলেই বড়
পাপ ছিল
কিন্তু সে খালেছ তওবা
করেছিল
আর খালেছ তওবাকারী
ব্যক্তির পাপ আল্লাহপাক ক্ষমা করেন ও তা পুণ্যে পরিবর্তন করে দেন
 (ফুরক্বান
২৫/৭০)
জানা আবশ্যক যে, ছগীরা গোনাহ বারবার করলে তা কবীরা গোনাহে পরিণত হয় এবং
কবীরা গোনাহ তওবা করলে মাফ হয়ে যায়
আর তওবা ব্যতীত কবীরা গোনাহের কোন ক্ষমা হয় না (নাজম ৫৩/৩২; তাহরীম ৬৬/৮)
খালা মায়ের দিক দিয়ে এবং ফুফু পিতার দিক দিয়ে সন্তানের সর্বাধিক নিকটবর্তীরাসূলুল্লাহ (ছাঃ)
পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের পরেই বলেছেন
, ثُمَّ أَدْنَاكَ أَدْنَاكَ অতঃপর যে
তোমার সর্বাধিক নিকটবর্তী তার সাথে সদ্ব্যবহার কর
 (বুঃ মুঃ মিশকাত হা/৪৯১১)রাসূলুল্লাহ (ছাঃ) ছাফা পাহাড়ে উঠে যেদিন
কুরায়েশগণকে তাওহীদের আহবান জানান
, সেদিন নিজ
কন্যা ফাতেমার পরেই
يَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللهِ হে আল্লাহর
রাসূলের ফুফু ছাফিয়া
বলে তাঁকে জাহান্নামের আগুন থেকে বাঁচার আহবান জানিয়েছিলেন।[43] এতে বুঝা যায় যে, খালা ও ফুফু একই মর্যাদার অধিকারী
১৯. পিতার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা :
আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন,إِنَّ مِنْ أَبَرِّ الْبِرِّ صِلَةَ الرَّجُلِ أَهْلَ
وُدِّ أَبِيهِ بَعْدَ أَنْ يُوَلِّىَ
সবচেয়ে বড় সদ্ব্যবহার হল পিতার অবর্তমানে তার বন্ধুদের সাথে
সদ্ব্যবহার করা
।[44] এতে বুঝা যায় যে, পিতার সাথে সদ্ব্যবহারকারী সন্তান পিতার বন্ধুর কাছেও
সদ্ব্যবহার পেয়ে থাকে
আর পিতার বন্ধুও তাকে নিজ সন্তানের মত স্নেহ করে থাকেনএভাবেই সে সমাজে সম্মানিত হয়
২০. পিতা হলেন পরিবারের আমীর :
ইসলামী সমাজ হল নেতৃত্ব ও আনুগত্যের সমাজযা আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হয়পাঁচ ওয়াক্ত জামাআতে ইমামের
আনুগত্যের মাধ্যমে যার দৈনন্দিন প্রশিক্ষণ হয়ে থাকে
এর দ্বারা মুসলমানদের জামাআতবদ্ধ জীবনের
গুরুত্ব বুঝানো হয়েছে
পরিবার হল সমাজের প্রাথমিক সংস্থাযা পিতা-মাতা ও সন্তানাদি নিয়ে গঠিতএই সংস্থা বা সংগঠন
পরিচালিত হয় মূলতঃ পিতার মাধ্যমে
আল্লাহ বলেন, الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ
পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল (নিসা ৪/৩৪)রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ
পুরুষ হল তার পরিবারের দায়িত্বশীল।[45]
অতএব পিতা হলেন তার পরিবারের আমীরতার প্রতি আনুগত্য ও শ্রদ্ধা প্রদর্শন করা
পরিবারের প্রত্যেক সদস্যের জন্য অপরিহার্য কর্তব্য
শিরক বা শরীআত বিরোধী আদেশ ব্যতীত অন্য সকল
ব্যাপারে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার ও সদাচরণ করতে হবে
তার আদেশই সর্বদা শিরোধার্য হবে এবং পিতা-মাতার
অবাধ্যতা আল্লাহর ক্রোধের কারণ হবে
পিতা হবেন পরিবার প্রধান এবং মা হবেন গৃহকত্রীপ্রয়োজন মত পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ
নিয়ে তারা পরিবার পরিচালনা করবেন
কেননা আল্লাহ বলেন,وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ
فَتَوَكَّلْ عَلَى اللهِ
যরূরী বিষয়ে তুমি তাদের সাথে পরামর্শ করঅতঃপর যখন সংকল্পবদ্ধ
হবে
,
তখন আল্লাহর উপর ভরসা কর (আলে ইমরান
৩/১৫৯)
 
উপসংহার :
পরিবার হল সমাজ ও রাষ্ট্রের প্রাথমিক ইউনিটপরিবার যত আনুগত্যশীল ও পরস্পরে শ্রদ্ধাশীল হবে, সমাজ ও রাষ্ট্র তত সুন্দর ও শান্তিময় হবেপরিবার যত উদ্ধত ও
উচ্ছৃংখল হবে
, সমাজ তত বিশৃংখল ও বিনষ্ট হবেঅতএব পিতা-মাতার
প্রতি সদ্ব্যবহারের প্রাথমিক পারিবারিক প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর প্রতি
আনুগত্যশীল সুন্দর সমাজ গঠনে সর্বদা সচেষ্ট থাকতে হবে
সাথে সাথে পিতা-মাতাকেও আল্লাহভীরু এবং
সন্তানের শ্রদ্ধা পাওয়ার যোগ্য হ
তে হবেআল্লাহ আমাদের তাওফীক দান করুন- আমীন!
————————————————————
[1]. মুসলিম হা/১৭৪৮; আহমাদ হা/১৫৬৭, ১৬১৪; তিরমিযী হা/৩১৮৯; মিশকাত হা/৩০৭১ (কেবল অছিয়ত অংশটুকু) অছিয়ত সমূহ অনুচ্ছেদ
[2]. কুরতুবী হা/৪৮৪৯, ৪৮৫০; তিরমিযী হা/৩১৮৯, হাদীছ ছহীহ; ওয়াহেদী হা/৬৭০
সনদ হাসান
, মুহাক্কিক কুরতুবী
[3]. বুখারী হা/৩১৮৩; মুসলিম হা/১০০৩; মিশকাত হা/৪৯১৩
[4]. মুসলিম হা/২৪৯১; মিশকাত হা/৫৮৯৫
[5]. ত্বাবারাণী কাবীর হা/২২০২; ছহীহ আত-তারগীব হা/২০৮৫
[6]. আহমাদ হা/৬৮৩৩; আবুদাঊদ হা/২৫২৮
[7]. বুখারী হা/৫২৭; মুসলিম হা/৮৫; মিশকাত হা/৫৬৮
[8]. তিরমিযী হা/১৭০; মিশকাত হা/৬০৭
[9]. মুসলিম হা/২৫৫১; মিশকাত হা/৪৯১২ সৎকাজ ও সদ্ব্যবহার অনুচ্ছেদ
[10]. ছহীহ ইবনু হিববান হা/৪০৯, ছহীহ লেগায়রিহী; আল-আদাবুল মুফরাদ হা/৬৪৬, হাদীছ হাসান ছহীহ
[11]. বুখারী হা/৫৯৭১; মুসলিম হা/২৫৪৮; মিশকাত হা/৪৯১১
[12]. তিরমিযী হা/১৮৯৯; মিশকাত হা/৪৯২৭; ছহীহাহ হা/৫১৬
[13]. শারহুস সুন্নাহ হা/৩৪২১; আহমাদ হা/২৭৫৫১; তিরমিযী হা/১৯০০; ইবনু মাজাহ হা/২০৮৯; মিশকাত হা/৪৯২৮; ছহীহাহ হা/৯১৪
[14]. হাকেম হা/২৭৯৮; ছহীহ ইবনু হিববান হা/৪২৬; ছহীহাহ হা/৯১৯
[15]. আবুদাঊদ হা/৩৫৩০; ইবনু মাজাহ হা/২২৯১; মিশকাত হা/৩৩৫৪
[16]. বুখারী হা/৫৯৭৪, ২৯৭২; মুসলিম হা/২৭৪৩; মিশকাত হা/৪৯৩৮ শিষ্টাচার সমূহ অধ্যায় সৎকর্ম ও সদ্ব্যবহার অনুচ্ছেদ
[17]. বুখারী হা/৫৯৭৬; মুসলিম হা/৮৭
[18]. তিরমিযী হা/১৯০৭; আবুদাঊদ হা/১৬৯৪; মিশকাত হা/৪৯৩০
[19]. বুখারী হা/৫৯৮৮; মিশকাত হা/৪৯২০
[20]. মুসলিম হা/২৫৫৫; মিশকাত হা/৪৯২১
[21]. মুসলিম হা/২৫৫৬; বুখারী হা/৫৯৮৪; মিশকাত হা/৪৯২২
[22]. নাসাঈ হা/৫৬৭২; দারেমী হা/২০৯৪; মিশকাত হা/৪৯৩৩
[23]. আহমাদ হা/৫৩৭২; নাসাঈ হা/২৫৬২; মিশকাত হা/৩৬৫৫
[24]. তিরমিযী হা/২৫১১; ইবনু মাজাহ হা/৪২১১; আবুদাঊদ হা/৪৯০২; মিশকাত হা/৪৯৩২
[25]. আবুদাঊদ হা/৩৯৩১, সনদ হাসান; সীরাতুর রাসূল
(ছাঃ) ৩য় মুদ্রণ ৪৩০ পৃ.
[26]. বুখারী হা/৩৮১৮; মুসলিম হা/২৪৩৫; মিশকাত হা/৬১৭৭
[27]. আহমাদ হা/৮৭১১; মুসলিম হা/২০৪; মিশকাত হা/৫৩৭৩ রিক্বাক্ব অধ্যায়; সতর্ক করণ ও ভীতি প্রদর্শন অনুচ্ছেদ; সীরাতুর রাসূল
(ছাঃ) ৩য় মুদ্রণ ১০১ পৃ.
[28]. ইবনু হিশাম ২/৬৩৮-৩৯; যাদুল মাআদ ৩/২৪৮; আল-বিদায়াহ ৪/১৪৯; সীরাতুর রাসূল (ছাঃ) ৩য় মুদ্রণ ৪২৬ পৃ.  
[29]. মুসলিম হ/২৫৫৮; মিশকাত হা/৪৯২৪
[30]. বুখারী হা/৫৯৯১; মিশকাত হা/৪৯২৩
[31]. বুখারী হা/৫৯৮৬; মুসলিম হা/২৫৫৭; মিশকাত হা/৪৯১৮
[32]. তিরমিযী হা/২১৩৯; মিশকাত হা/২২৩৩; ছহীহাহ হা/১৫৪
[33]. ক্বামার ৫৪/৫২-৫৩; রাফ ৭/৩৪; বুখারী হা/৬৫৯৪; মুসলিম হা/২৬৪৩; মিশকাত হা/৮২ তাক্বদীরে
বিশ্বাস
অনুচ্ছেদ
[34]. ত্বাবারাণী কাবীর হা/৭৫৪৭; ছহীহাহ হা/১৭৮৫
[35]. ফিক্বহুস সুন্নাহ ১/৩১০; তালখীছ ৭৬
[36]. আবুদাঊদ হা/১৮১১; ইবনু মাজাহ হা/২৯০৩; মিশকাত হা/২৫২৯ মানাসিক অধ্যায়-১০
[37]. আহমাদ হা/১০৬১৮; ইবনু মাজাহ হা/৩৬৬০; মিশকাত হা/২৩৫৪ ইস্তিগফার ও তওবা অনুচ্ছেদ; ছহীহাহ হা/১৫৯৮
[38]. মিরআত ৫/৪৫৩
[39]. তিরমিযী হা/২৪১৬; মিশকাত হা/৫১৯৭ হৃদয় গলানো অধ্যায়-২৬, পরিচ্ছেদ-২; ছহীহাহ হা/৯৪৬
[40]. তিরমিযী হা/১৯০৪; মিশকাত হা/৪৯৩৫
[41]. বুখারী হা/২৬৯৯; মিশকাত হা/৩৩৭৭ বিবাহ অধ্যায়
[42]. সীরাতুর রাসূল (ছাঃ) ৩য় মুদ্রণ ৬৮-৬৯ ও ২৩৯ পৃ.
[43]. বুখারী হা/২৭৫৩; মুসলিম হা/২০৬; মিশকাত হা/৫৩৭৩
[44]. মুসলিম হা/২৫৫২ (১৩); মিশকাত হা/৪৯১৭

[45]. বুখারী হা/৭১৩৮; মুসলিম হা/১৮২৯

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

loader-image

Scroll to Top