জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলো, «مَا الْإِيمَانُ قَالَ إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْإِثْمُ قَالَ إِذَا حَاكَ فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ» হে আল্লাহর রসূল! ঈমান কী? তিনি বললেন, ‘যখন সৎ কাজ তোমাকে আনন্দ দিবে ও অসৎ কাজ পীড়া দিবে, তখন তুমি মু’মিন। লোকটি আবারও জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! অসৎ কাজ কি? জবাবে তিনি বলেন, ‘যখন কোন কাজে তোমার মনে দ্বিধা ও সন্দেহের উদ্রেক হয়, তখন তা ছেড়ে দিবে’ (মিশকাত হা/৪৫)।