একটি আহবান
আসসালা-মু আলাইকুম ওয়া রহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ
সম্মানিত অনলাইন পাঠক!
আপনারা অবগত আছেন যে, ‘আন-নিয়াত’ নামে একটি ওয়েব সাইট ২৯ শে মার্চ ২০২৩ খ্রী. থেকে পথ চলা শুরু করে আলহামদুলিল্লাহ ২য় বর্ষে পদার্পণ করেছে। বিগত এক বছরে সাইট ভিউ- 2,50,000 , ইউজার- 22,450 তাই আবারও শুকরিয়া জ্ঞাপন করি, ফালিল্লা-হিল হামদ। বর্তমানে সাইট ডেভেলোপমেন্ট, নতুন ফিচার সংযোজন, ‘দৈনন্দিন জীবনে দো‘আ ও যিকির’ নিয়ে একটি মোবাইল এ্যাপস্ তৈরী করার সংকল্প করেছি, ইনশাআল্লাহ। কিন্তু এর ব্যয় সংকুলান করা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।
তাছাড়া আমরা বিগত ২১ শে ডিসেম্বর ২০২২ খ্রী. থেকে ‘আন-নিয়াত ফাণ্ড’ নামে একটি দফতর চালু করেছি। যেখান থেকে গরীব, দুস্থ, ফকীর, মিসকীন, অসহায়, ঋণগ্রস্থ মানুষদের সহযোগীতা এবং মেধাবী ছাত্রদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও মানুষের মৌলিক চাহিদা শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সুবিধা প্রদানের দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করেছি। আপনাদের আন্তরিক ভালবাসা ও সহযোগিতা আমাদেরকে একান্তভাবে অনুপ্রাণিত করেছে। সুতরাং আমাদের কার্যক্রম গুলো অব্যাহত রাখতে সহযোগিতা করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। এমতাবস্থায় এর অগ্রগতির ও উন্নতি সাধনে আমরা সর্বস্তরের পাঠক ও শুভানুধ্যায়ীদের নিকটে বার্ষিক বা এককালীন অনুদানের উদাত্ত আহ্বান জানাচ্ছি। নিঃসন্দেহে প্রত্যেকের ইখলাছপূর্ণ দান ‘ছাদাক্বায়ে জারিয়া’ হিসাবে আল্লাহ তা‘আলার নিকট গৃহীত হবে এবং এর মাধ্যমে একজন ব্যক্তিও যদি হেদায়াত প্রাপ্ত হয় ও দানের মাধ্যমে উপকৃত হয়, তবে তা আপনার আমলনামায় মূল্যবান লাল উট কুরবানীর চেয়েও শ্রেষ্ঠতর হবে, ‘ইনশাআল্লাহ (বুখারী হা/২৯৪২)।
আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা দান প্রকাশ্যে করো, তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো, আল্লাহ তা অবগত আছেন।’ (বাকারাহ ২/২৭১) হযরত জাবের (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেন, خير الناس أنفعهم للناس ‘সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের জন্য সবচেয়ে উপকারী’ (ছহীহুল জামি‘ হা/৩২৮৯)।
আল্লাহ তা‘আলা আরো বলেন, ‘আল্লাহকে করজে হাসানা বা উত্তম ঋণ দাও, তবে নিশ্চয় আমি তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মুছে দেব’ (মায়েদা ৫/১২)। অন্যত্র বলেন, ‘তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন, আর তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ (কারো কাজের) অতি মর্যাদাদানকারী, সহনশীল’ (তাগাবুন ৬৪/১৭)। তিনি আরো বলেন, ‘আর আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ। তোমরা যা কিছু কল্যাণ নিজেদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহর নিকট (সঞ্চিত) পাবে, তাই উত্তম এবং পুরস্কার হিসেবে খুব বড়। তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর, আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু’ (মুযািম্মল ৭৩/২০)।
জারীর ইবনে আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে লোক মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়ালু হোন না’ (মিশকাত হা/৪৯৪৭)। অন্যত্র বলেন, ‘আল্লাহর রহমত তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা দান করেন। আর আল্লাহ তাঁর দয়াশীল বান্দাদের দয়া করে থাকেন’(বুখারী হা/৫৬৫৫)
সুতরাং বিশুদ্ধ দ্বীন অনুশীলন ও প্রচার-প্রসারে এবং ‘আন-নিয়াত ফাণ্ড’-এর মাধ্যমে সকল প্রচেষ্টাকে বাস্তবায়ন করতে যথাসাধ্য অনুদান ও সাদাকাহ (নিজ তহবিল থেকে দান, ওশর, ফেৎরা, যাকাত) প্রদান করুন! আল্লাহ তা‘আলা আপনাদের প্রদেয় দান কবুল করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ, নিরাপত্তা ও উত্তম প্রতিদান প্রদান করুন, আমীন!
নিবেদক,
আব্দুল্লাহ আল-মামুন
ব্যবস্থাপনা পরিচালক,
আন-নিয়াত ফাণ্ড।
Abdullah Al Mamun 01912 369076 (Personal) Reference: Anniyat |
Abdullah Al Mamun 01912 3690767 (Personal) Reference: Anniyat |
Abdullah Al Mamun 01912 369076 (Personal) Reference: Anniyat |
Abdullah Al Mamun 01912 369076 (Personal) Reference: Anniyat |
Abdullah Al Mamun 01912 3690761 (Personal) Reference: Anniyat |
Abdullah Al Mamun 01912 369076 (Personal) Reference: Anniyat |
Abdullah Al Mamun A/C: 1351010152308 Branch: Rajshahi Routing: 090811933 SWIFT: DBBLBDDH Reference: Anniyat |
Abdullah Al Mamun A/C: 20501130203941313 Branch: Rajshahi Routing: 125811932 SWIFT: IBBLBDDH113 Reference: Anniyat |