মিশকাত শরীফ ৫ম খন্ড
মিশকাত শরীফ ৫ম খন্ড
পবিত্র কুরআনের পর সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম এবং তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ সম্পদ হচ্ছে ইলমে হাদীস। কারণ এই জ্ঞানের সাহায্যেই আল্লাহর কালামের লক্ষ্য ও তাৎপর্য জানা যায় এবং হুকুম আহকামের উদ্দেশ্য অনুসরণ করা যায়।
এই গ্রন্থের বৈশিষ্ট্যাবলী নিম্নরুপ :
- মিশকাত শরীফ বিষয়ভিত্তিক এক অনবদ্য হাদীস সংকলন।
- একটি বিষয়ে একাধিক হাদীস সংযোজিত হয়েছে।
- প্রসিদ্ধ ছয়টি হাদীসগ্রন্থসহ অন্যান্য হাদীসের বিভিন্ন কিতাব থেকে সংকলক যেভাবে হাদীস সংগ্রহ করেছেন তা অসাধারণ।
- এতে একটি হাদীসেরও পুনরাবৃত্তি ঘটেনি যা এ গ্রন্থটির অনন্য বৈশিষ্ট্য।
- উক্ত গ্রন্থের প্রতিটি হাদীসেই সংকলক বর্ণনাকারী নাম সংযোজন করেছেন।
- দৈনন্দিন জীবনের যেসব আহকাম পালন করতে হয়, সে সম্পর্কে প্রয়োজনীয় হাদীসের সমাহার রয়েছে এ গ্রন্থে।
- সম্পূর্ণ বিনা মুল্যে
- ভাইরাস মুক্ত ফাইল
- কপিরাইট মুক্ত
- বিতরণযোগ্য