হাদীসে কুদসী সমগ্র
হাদীসের ভেতর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকার একটি হাদীসে কুদসী। যেসব হাদিস আল্লাহ তা‘আলার সাথে সম্পৃক্ত করা হয় তাই হাদিসে কুদসি। হাদিসে কুদসিকে হাদিসে ইলাহি, অথবা হাদিসুর রাব্বানি ইত্যাদি বলা হয়। কারণ, এসব হাদিসের সর্বশেষ স্তর আল্লাহ তা‘আলা।
قُدُس শব্দের আভিধানিক অর্থ পবিত্র। تقديس শব্দের অর্থ আল্লাহর পবিত্রতা। ইরশাদ হচ্ছে: ﴿ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ ٣٠ ﴾ [البقرة: ٣٠]
“আমরা আপনার প্রশংসার তসবিহ পাঠ করি ও আপনার পবিত্রতা বর্ণনা করি”।
আল্লাহর এক নামقُدُّوس অর্থ পবিত্র অথবা বরকতময় অথবা তিনি পবিত্র বৈপরীত্য, সমকক্ষ ও সৃষ্টিজীবের সাদৃশ্য থেকে। البيت المقدَّس অর্থ ‘শির্ক থেকে পবিত্র ঘর’। হাদিসে কুদসি যেহেতু মহান আল্লাহর পবিত্র সত্ত্বার সাথে সম্পৃক্ত, তাই এ প্রকার হাদিসকে الحـديث القُـــدُسي বলা হয়। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারিম ব্যতীত যে হাদিস তার রবের পক্ষ থেকে সরাসরি বর্ণনা করেন, অথবা জিবরীলের মাধ্যমে তার পক্ষ থেকে বর্ণনা করেন তাই হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সংবাদ দিচ্ছেন, তাই এ প্রকারকে হাদিস বলা হয়। আল্লাহ তা‘আলার সাথে সম্পৃক্ত করা হয় হিসেবে কুদসি বলা হয়।
বিভিন্ন হাদীসগ্রন্থ যেমন বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবনে মাজাহ ও মুওয়াত্তা মালিক থেকে হাদীসে কুদসী সংগ্রহ করে নিম্নোক্ত বইটি সংকলিত হয়েছে। এটি সংকলন ও অনুবাদ করেছেন ‘আল মাসরুর’। এটির সুনান আরবাআ (চারটি সুনান গ্রন্থ)’র তাহকীক নেয়া হয়েছে শাইখ নাসিরুদ্দীন আলবানী (রহ) এর তাহকীক থেকে। বাংলা অনুবাদকৃত এই বইটি সম্পাদনা করেছেন শাইখ মুহাম্মাদ ইবরাহীম আল-মাদানী।
- সম্পূর্ণ বিনা মুল্যে
- ভাইরাস মুক্ত ফাইল
- কপিরাইট মুক্ত
- বিতরণযোগ্য