সিজদাহ্
সিজদাহ্ হচ্ছে সালাতের শ্রেষ্ঠ অংশ। এই শব্দটা কোরানে এসেছে মোট ৯২ বার। এবং উল্লেখ আছে পবিত্র কোরানের ৩২টি পৃথক সূরায়, একটি পৃথক অধ্যায় আছে, ৩২ অধ্যায়, যেটার নাম সূরা সাজদা। মাটিতে উপুড় হওয়া এটা সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান রুকন ‘সিজদাহ’। আল্লাহ বলেন ঃ تفلحون لعلكم وافعلوااخير واربكم واواعبد امنوااركعواواسجد ين الذ يها يا “হে ইমানদারগণ! তোমরা রুকু ও সিজদাহ কর এবং আল্লাহর ইবাদত কর ও সৎকর্ম কর। যাতে তোমরা সফলকাম হও”। (সূরা হজ্জ-আয়াত-৭৭)। واقترب واسجد كلاتطعه কখনই না, তুমি ওর অনুসরণ করো না। তুমি […]